ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

দুমকিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:২৪ পিএম
মো. শফিকুল ইসলাম (৩৮)। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে পুলিশি বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় মো. শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দুমকি উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি।

সোমবার (১১ আগস্ট) রাতে দুমকি থানা পুলিশ তাকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম মৃত হাবিবুর রহমান খানের ছেলে।

দুমকি থানা সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা রয়েছে, যা দায়ের করা হয়েছিল ২৭ জুন ২০২৫ তারিখে (মামলা নং ১০/২৫)। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।’