ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

রাজশাহীতে যুবলীগ নেতা রনির অবস্থানের খবরে ভবন ঘেরাও

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৭:৩৪ পিএম
যুবলীগ নেতার উপস্থিতি টের পেয়ে সান ভিউ অ্যাপার্টমেন্ট ঘেরাও করে বিএনপি নেতা-কর্মীরা। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী নগরীর ভদ্রা এলাকার সান ভিউ অ্যাপার্টমেন্টে যুবলীগ নেতা তৌহিদ আল মাসুদ রনির অবস্থানের খবর পেয়ে ভবনটি ঘেরাও করেছে বিএনপির নেতা-কর্মীরা। 

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ভবনটিতে রনি প্রবেশ করেছেন, এমন তথ্যের ভিত্তিতে তারা আজ বুধবার দুপুরে এই ঘেরাও কর্মসূচি চালায় বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা।

বিএনপির নেতাদের দাবি, ভবনের নিরাপত্তাকর্মীরা নিশ্চিত করেছেন যে, তৌহিদ আল মাসুদ রনি ভবনে অবস্থান করছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজশাহী মহানগর ডিবি পুলিশের একটি দল ভবনে অভিযান চালায়।

যুবদলের এক নেতা বলেন, ‘সান ভিউ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট রাজশাহী মহানগর যুবলীগের এক নেতার ভাইয়ের মালিকানাধীন। ধারণা করা হচ্ছে, সেখানেই লুকিয়ে রয়েছেন রনি।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুন কেন্দ্রীয় যুবলীগ রাজশাহী মহানগর যুবলীগের নতুন কমিটি অনুমোদন দেয়। এতে মনিরুজ্জামান খান মনিকে সভাপতি এবং তৌহিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর রনির বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে অন্তত এক ডজন মামলা দায়ের হয়।