ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার ও সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করায় সাতক্ষীরায় উল্লাসে ফেটে পড়েছেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। বরখাস্তের খবর পাওয়ার পর তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।
স্থানীয়রা জানান, সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে ২০২২ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি ও জামায়াত কর্মীদের জন্য ‘আতঙ্ক’ হয়ে ওঠেন মনিরুজ্জামান। দায়িত্বকালে তার বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, স্বর্ণ লুট, ভিন্নমত দমনসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
তালা উপজেলার এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সাবেক ডিবি ওসির মাধ্যমে তাকে আটক করে ১০ লাখ টাকা দাবি করা হয়, পরে ৭ লাখ টাকা দিয়ে ছাড়া পান। ২০২৩ সালে তার বিরুদ্ধে ২০টি স্বর্ণের বার লুটের অভিযোগও পুলিশ সদর দপ্তরে জমা হয়, তবে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত বছরের ডিসেম্বর তাকে ডিএমপির উপকমিশনার পদে বদলি করা হয় এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ২৫ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়নে’র অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।