টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিকের টানে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন ফারজিলা বিনতে নায়না (৩০) নামে এক তরুণী।
বুধবার (১৬ জুলাই) সকালে বিমানযোগে বাংলাদেশে এসে সরাসরি চলে যান প্রেমিক নাজমুল ইসলামের (৩০) গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। ওইদিন রাতেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দেশ, ভাষা, সংস্কৃতি সব ভিন্ন হলেও ভালোবাসাই ছিল একমাত্র সেতুবন্ধন।
নাজমুল ইসলাম জানান, ‘২০১৮ সালে তিনি মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে যান এবং ইপু পেরাক শহরে একটি কোম্পানিতে কাজের পাশাপাশি একটি ব্যাংকে পার্টটাইম কাজ করতেন। সেখানেই ফারজিলা বিনতে নায়নার সঙ্গে তার পরিচয় হয়, যিনি ওই ব্যাংকে কর্মরত ছিলেন। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালে নাজমুল বাংলাদেশে ফিরে এলেও তাদের যোগাযোগ ফেসবুক ও মোবাইল ফোনে অব্যাহত ছিল।’
সেই সম্পর্কের টানেই ফারজিলা পাড়ি জমান নিজের জন্মভূমি থেকে হাজার মাইল দূরের একটি গ্রামে শুধু নাজমুলকে বিয়ে করতে।
নাজমুলের চাচা কামরুল ইসলাম জানান, ‘দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন নাজমুল।’
আপনার মতামত লিখুন :