ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলার ৫০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল, ইউনিফর্ম ও ব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় ইউএনও বলেন, ‘বাইকসাইকেলগুলো গ্রাম পুলিশের কার্যক্রমে গতি আনবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সহায়ক হবে।’
বিতরণ অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ৫০ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন হরিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জিয়া ও হারুন। তারা বলেন, সরকারি এই বাইসাইকেল পেয়ে আমরা খুব খুশি। এখন সাইকেলে দ্রুত যাতায়াত করে তথ্য সংগ্রহ ও সেবা পৌঁছে দেওয়া অনেক সহজ হবে।
আপনার মতামত লিখুন :