শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মঈন মাহমুদ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৬:১৪ পিএম

বেস্ট ইনোভেশন অব রিটেইল পেমেন্ট সলিশন-এ বিজয়ী বিকাশ

মঈন মাহমুদ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৬:১৪ পিএম

বেস্ট ইনোভেশন অব রিটেইল পেমেন্ট সলিশন-এ বিজয়ী বিকাশ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে দেশের রিটেইল শিল্পের ৫০টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪ এর দ্বিতীয় আসরে। শনিবার (৫ অক্টোবর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই বছর ৩১টি বিভাগে ৩৩টি উদ্যোগকে বিজয়ী এবং ১৭টি উদ্যোগকে অনারেবল মেনশন সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বাংলাদেশ রিটেইল কংগ্রেসের এবারের আসরে বেস্ট ইনোভেশন অব রিটেইল পেমেন্ট সলিশন-এ বিজয়ী হয়েছে বিকাশ। বিকাশের পক্ষে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলামের কাছ থেকে বিজয়ীর পুরস্কার সংগ্রহ করেন বিকাশের ফিন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড টেকনোলজির ডেপুটি জেনারেল ম্যানেজার মিফতাউল আলম। এছাড়া বিকাশ বেস্ট এক্যুইজিশন স্ট্রাটেজি অব রিটেইল’ ক্যাটাগরিতেও পুরস্কার অর্জন করে।

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের পূর্বে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪ এর ৭ম সংস্করণ । এবারের কংগ্রেসের থিম ছিল “রিটেইল রেনেসাঁ: ইনস্পায়ারিং ইনোভেশন।"

কংগ্রেসের আলোচনায় ছিল ৩টি কি নোট সেশন, ২টি প্যানেল ডিসকাশন, ১টি লিডার’স ডায়ালগ, ১টি ইনসাইট সেশন, ১টি কেস স্টাডি এবং ১টি ফাউন্ডার’স টক। এতে অংশ নিয়েছেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা, যারা ব্যবসায় উদ্ভাবন এবং গ্রাহকদের অভিজ্ঞতা পরিবর্তন সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন।

আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় এসিআই লজিস্টিকস লিমিটেডের বিজনেস ডিরেক্টর, সোহেল তানভীর খান বলেন, ‘আজ আমরা “রিটেইল রেনেসাঁ: ইনোভেটিং ইনোভেশন” থিমের অধীনে একত্রিত হয়েছি। আমাদের অবশ্যই বুঝতে হবে যে উদ্ভাবন এবং স্থায়িত্বই ভবিষ্যতের রিটেইল জগতের ভিত্তি।”

কী নোট সেশনে বক্তব্য রাখেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরোজ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এবং ওয়াটারহাউস ওয়েডের প্রতিষ্ঠাতা সদস্য ইয়ান এফ. ওয়েড। 

এছাড়াও আয়োজনটির অন্যান্য সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা এবং এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক, ড. সৈয়দ ফারহাত আনোয়ার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ও প্রাইড গ্রুপের পরিচালক, মোহাম্মদ আবদুল মোমেন; প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী; আশরাফ বিন তাজ, জেনারেল সেক্রেটারি, এশিয়া মার্কেটিং ফেডারেশন; কো-ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর, আইডিসি বাংলাদেশ পিএলসি; আহমদ ফেরদৌস মো. আসিফ, সিইও, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড; রেজাউল কবির, চিফ অপারেটিং অফিসার, সেইলর; সামি আশরাফ, ডিরেক্টর, হোম এন্ড পার্সোনাল কেয়ার, রিমার্ক এইচবি লিমিটেড; শামীম কবির, ম্যানেজিং ডিরেক্টর, স্টেপ ফুটওয়্যার এবং জারাইফ হোসেন, হেড অব স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, ট্রান্সকম গ্রুপ; সুরাইয়া সিদ্দিকা, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড; শাহরিয়ার জামান, হেড অব মার্কেটিং, আকিজবশির গ্রুপ; জাকিয়া নওরিন হুসাইন, এমার্জিং বিজনেস লিড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অব মার্কেটিং, ডোমিনো’স পিৎজা বাংলাদেশ এবং অন্যান্যরা।

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলামের ফাউন্ডার’স টক সেশনের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়। তিনি একটি রিটেইল ব্র্যান্ড হিসেবে লোটোর যাত্রাকে তুলে ধরেন।

আরবি/জেডআর

Link copied!