পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় উদ্যোগ হিসেবে একটি ১০০ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রবি আজিয়াটা লিমিটেড, ফ্লোসোলার সল্যুশনস লিমিটেড ও গ্রিনপাওয়ার এশিয়া।
বুধবার (৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে রবি করপোরেট অফিসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
রবি আজিয়াটার চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামী আহমেদ মেতাওয়েহ, ফ্লোসোলার সল্যুশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান এবং গ্রিনপাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়েরিক মোরিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী রিয়াজ রাশিদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাশাপাশি ফ্রান্স দূতাবাসের হেড অব ইকনোমিক ডিপার্টমেন্ট জুলিয়েন দুয়ে ও ফ্লোসোলারের টেকনিক্যাল ডিরেক্টর তাশফিকুল আলম খানও অনুষ্ঠানে অংশ নেন।
চুক্তির আওতায় একটি স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) গঠন করে সৌরবিদ্যুৎ প্রকল্পটি বিল্ড-ওন-অপারেট (বিওও) মডেলে বাস্তবায়ন করা হবে। সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্পের উপযুক্ত স্থান চূড়ান্ত করা হবে।
উদ্যোগটি বাস্তবায়নে সরকার প্রস্তাবিত মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খসড়া ওই নীতিমালায় দীর্ঘমেয়াদি সরকারি চুক্তি ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
রবি জানায়, সিপিপিএ (কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট) অনুযায়ী প্রতিষ্ঠানটি নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণে এই সৌরবিদ্যুৎ ব্যবহার করবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ৬৮ হাজার ২০০ টন কার্বন নিঃসরণ কমবে। এটি রবির শূন্য কার্বন নির্গমন ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -Executive-Chairman-Ashiq-Chowdhury-20251023204426.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251019140621.webp) 
        
       -Tower-in-Gopalganj-20251020201015.webp) 
       -20251020114155.webp) 
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন