শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:৪৫ পিএম

সবুজের মেলা

রূপায়ণ সিটি উত্তরায় বৃক্ষের প্রতি সচেতনতার এক বিশেষ উদ্যোগ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:৪৫ পিএম

রূপায়ণ সিটি উত্তরায় বৃক্ষের প্রতি সচেতনতার এক বিশেষ উদ্যোগ

ফুল, ফল, ঔষধি এবং শোভাবর্ধক বিভিন্ন রকম গাছ গাছালির সমাহারে  সবুজের মধ্যেও এক অপরূপ মহিমা নিয়ে রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে সবুজের মেলা।  

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, রূপায়ণ সিটি উত্তরার ম্যাজিস্টিক পেরিফেরাল রোডে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করেছে ১১টি বিখ্যাত নার্সারি, গিফট পার্টনার হিসেবে এসেছে দেশের অন্নতম কুকওয়্যার ব্র্যান্ড এসকেবি কুকওয়্যার, এবং ফুড পার্টনার হিসেবে আছে দেশের সুপরিচিত বেকারি কুপার্স, নাইল বিস্ট্রো ও উত্তরা  পিঠা ঘর।

বৃক্ষ মেলা চলাকালে আগত ক্রেতারা বলেছেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পরিবেশের অকৃত্রিম সঙ্গী। আমাদের উচিত গাছের প্রতি যত্নশীল হওয়া, যাতে পরবর্তী প্রজন্মও একটি স্বাস্থ্যকর জীবনযাপন করার সুজগ পায়। ধন্যবাদ রূপায়ণ সিটি কে এমন সুচিন্তিত এক আয়োজনের জন্য ।

বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকরা জানিয়েছেন, রূপায়ণ সিটিতে এই মেলা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এখানকার পরিবেশ এবং ক্রেতাদের সচেতনতা দেখে মনে হচ্ছে তারা প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা রাখে। ক্রেতারা তাদের পরিবেশ অনুযায়ী গাছ বেছে নিচ্ছেন, যা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। গাছ  কেনার পাশাপাশি খাবারের স্টলে ছিল উপচে পড়া ভিড়।

রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী  বলেছেন, সবুজ, নির্মল ও দূষণ মুক্ত পরিবেশ আমাদের মনোজাগতিক বিকাশে রাখে ইতিবাচক প্রভাব,সেই ধারণাকে লালন করে দেশের সবচেয়ে প্রশংসিত মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি আয়োজন করেছে এই গ্র্রিন কার্নিভাল।  ৬৩% খোলা জায়গা নিয়ে গড়ে ওঠা  রূপায়ণ সিটি উত্তরা, আমাদের এই ইট পাথরের জঙ্গল হয়ে ওঠা শহরের বুকে এক খন্ড প্রশান্তির পরশ নিয়ে এসেছে, আমরা নিশ্চিত করছি সুস্থ সুন্দর পরিবেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে, এবং আমরা নিরলস ভাবে কাজ করে চলেছি আমাদের গ্রাহকের জীবনে নিয়ে আসতে প্রেস্টিজ, প্রটেকশন ও প্রিভিলেজ। এরকম নানা আয়োজন আমরা প্রতিনিয়তই করে আসছি এবং করে যাবো। ।

বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী নার্সারীগুলির মধ্যে রয়েছে: আনিকা নার্সারি, অর্জুন নার্সারি, মা-বাবার দোয়া নার্সারি, আয়েশা গার্ডেন, জাহানারা নার্সারি, রংপুর মায়ের দোয়া নার্সারি, গ্রীন ল্যান্ড নার্সারি, ফ্রেশ এভার গ্রীন, মীম নার্সারি, উত্তরা নার্সারি, ফয়সাল নার্সারি।

রূপালী বাংলাদেশ

Link copied!