রাজধানীর বিজয় সরণি মোড়ে ‘মৃত্যুঞ্জয়’ ভাস্কর্যের স্থানে জুলাই শহিদদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, ‘দেশের মানুষ যেন গণঅভ্যুথানের স্মৃতি ভুলে না যায় সেই কারণেই বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকা হচ্ছে।’ শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে মেট্রোরেলের গ্রাফিতি পরিদর্শন গিয়ে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ এজাজ বলেন, মেট্রো স্টেশনে যতগুলো ফাঁকা জায়গা আছে সেখানে পোস্টার ও ছবি প্রদর্শনী হবে। ঢাকা শহরসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় মিলে দেশের যেসকল জায়গায় জুলাইয়ে বড় আন্দোলন হয়েছে সেখানে মেমরি মন্যুমেন্ট করা হবে। টেরকোটা ও পাবলিক স্পেস করা হবে উত্তরাতে গণঅভ্যুথানে নারীদেরকে ফোকাস রেখে।
এ সময় তিনি আরও বলেন, পুরো বছরজুড়ে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গ্রাফিতি তৈরি করা হবে। পুরো মাস উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর এ তিন জায়গায় গেট করা হবে।