সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৭:৩৩ পিএম

চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যানের সাংস্কৃতিক সমঝোতা অনুষ্ঠান

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৭:৩৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যান পরিবারের উদ্যোগে মনোমুগ্ধকর এক সংগীত ও সাংস্কৃতিক সমঝোতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যানের সভাপতি আরকানুল ইসলাম রূপকের সভাপতিত্বে, ও সাইফুল ইসলাম জয়ের সঞ্চালনায়, অনুষ্ঠানে অতিথি ছিলেন এক্সপার্টস হাবের (রাইটিং এজেন্সি) কর্ণধার রায়হানুল হক।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চট্টগ্রামের আঞ্চলিক গান এবং বাংলার ঐতিহ্যবাহী সংগীত প্রাধান্য পায়। আঞ্চলিক সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী শেখ সাজ্জাদ ফাহিম, আধুনিক গানের পরিবেশনায় ছিলেন একুশ দত্ত এবং ভোকাল হিসেবে ছিলেন এফবিএস মিউজিক উইং-এর সদস্য এইচ এ রবিন। তাঁদের সুরেলা পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয় এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে তুলে ধরে।

এ সময় অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রায়হানুল হক বলেন, ‘দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সংগীত আমাদের জাতির মূল পরিচয় বহন করে। বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতিতে সংস্কৃতির প্রসারই হতে পারে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপায়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সংগীত এবং সংস্কৃতির কোন বিকল্প নাই।‍‍`

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আরকানুল ইসলাম রূপক বলেন, ‘ক্যাম্পাসের নানা ফ্যাসিবাদী আন্দোলনের সময় গঠিত সামাজিক সংগঠনগুলোর মধ্যে একমাত্র আমাদের ক্ল্যান পরিবার কোনো রাজনৈতিক লিয়াজু ছাড়াই টিকে আছে। ফলে আমাদের কোনো রিফর্মেশনের প্রয়োজন হয়নি। আমরা বিশ্বাস করি, সবার সহযোগী আচরণ থাকলে এই সংগঠনের ভবিষ্যৎ যাত্রা আরও সুগম হবে।”

তিনি আরও বলেন, ‘সাংস্কৃতিক চর্চা এবং সংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। পর্যটন ও সৃজনশীল শিল্পের প্রসারে এর ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়া সাংস্কৃতিক উৎসব ও সমঝোতা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করে এবং জাতীয় উন্নয়নে সহযোগিতা করে। দেশের ঐতিহ্যবাহী সংগীত ও সংস্কৃতি আমাদের জাতীয় পরিচয় এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সংস্কৃতিকে উন্নয়নের অংশ হিসেবে কাজে লাগানো সম্ভব।‍‍`

অনুষ্ঠানে এই সাংস্কৃতিক সমঝোতা আয়োজনে দেশপ্রেম, ঐক্য এবং সামাজিক মূল্যবোধের প্রতি নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।‍‍`

আরবি/জেডআর

Shera Lather
Link copied!