বেসরকারি স্কুল-কলেজের ২ হাজার ৩৬৬ জন শিক্ষক উচ্চতর গ্রেডে পদোন্নতি পেতে যাচ্ছেন। এর মধ্যেই পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের ২ হাজার ১২৫ জন ও কলেজের ২৪১ জন শিক্ষক পাবেন উচ্চতর গ্রেড।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, মাউশির সেপ্টেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভা হয় বৃহস্পতিবার। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের নয় জন করে আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা অংশ নেন। ওই সভায় উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
মাউশি সূত্র আরও জানায়, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৭৩, চট্টগ্রামের ৫৫, কুমিল্লার ১২২, ঢাকার ১৯৪, খুলনার ৪০৫, ময়মনসিংহের ১৩৩, রাজশাহীর ২৬৫, রংপুরের ৫০৯ এবং সিলেটের ৬৯ জন রয়েছেন।
আর উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৩, চট্টগ্রামের ২১, কুমিল্লার ১৩, ঢাকার ১৭, খুলনা ১৪, ময়মনসিংহের ১৬, রাজশাহীর ৯২, রংপুরের ২৯ ও সিলেট অঞ্চলের ৬ জন রয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন