নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের।
গত ২৬ আগস্ট আমার দেশ পত্রিকার ‘ডাকসু নির্বাচনি ভাবনা’ শিরোনামের একটি টকশোতে আব্দুল কাদের এই কথা বলেন।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, তিনি লুকিয়ে থাকা ছাত্রলীগের ভোট পেতে এমন কথা বলছেন।
ঐ টকশোতে আব্দুল কাদের বলেন, ছাত্রলীগের আপনি হাজার দোষের কথা বলতে পারেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কথা যদি আপনি বলেন নারীদের প্রতি সবসময় সহানুভূতিশীল ছিল কিন্তু। শ্রদ্ধার সাথে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কিন্তু ১৫ জুলাইয়ের যে হামলাটা... এ সময় অনুষ্ঠানের উপস্থাপক বলেন, কিন্তু জুলাইয়ের অভিজ্ঞতা সেটা বলে না।
তখন আব্দুল কাদের বলেন, একটু শেষ করি। তখন তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে নিজস্ব মতাদর্শের বাইরে গেলেই অনলাইনে নারীদের হেনস্তাসহ কটূক্তি করা হচ্ছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে আব্দুল কাদেরের এই মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন পেজ ও ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে মুখলেস উদ্দিন নামে একজন লিখেছেন, আবদুল কাদের / উবায়দুল কাদেররা কতকিছুই তো বলে। সব ধান্দাবাজি, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার উদ্দেশ্যে এরা অনেক কিছুই করতে পারে এবং বলতে পারে।
মো. জিহাদ উল্লাহ নামে একজন লিখেছেন, ‘আব্দুল কাদের ছাত্রলীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তাদের দায় মুক্তি দিয়েছে।’