ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রাকসুর ১৪ হলে ভিপি-এজিএসে যারা এগিয়ে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৫:৫৮ এএম
ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ১৪টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত এ ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। 

এতে ভিপি ও এজিএস পদে ১৪টি হলেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ১৪টি হলের কোনটিতেই এ পদে জয় পায়নি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল।

কমিশন জানিয়েছে, এই ১৪ হলে রাকসুর ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছে ১০১৫৯ ভোট, অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুর উদ্দীন আবীর পেয়েছে ২৬৬৬ ভোট।

জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার এগিয়ে আছেন ৯১০৬ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ফাহিম রেজা পেয়েছেন ৪৬৮৬ ভোট।

অন্যদিকে, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির-সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ৪৯৪০ ভোট, এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪৫৮৩ ভোট।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়।