জুলাই আন্দোলনসংক্রান্ত ভুয়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়েছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করা হয়েছে। এ ছাড়া আরও ২৫১ জনের অব্যাহতির প্রক্রিয়া চলমান।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, এর আগে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে ১০৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল। এই সংখ্যার মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুরে একজন করে, খুলনায় ২ জন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরীতে ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন অন্তর্ভুক্ত ছিলেন।
অব্যাহতির প্রক্রিয়ায় থাকা আরও ২৫১ জনের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরীতে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে ২ জন করে, কক্সবাজারে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং কিশোরগঞ্জে একজন রয়েছেন।
পুলিশ জানায়, ভুয়া মামলায় অব্যাহতির জন্য আরও আবেদন জমা পড়ছে এবং এসব আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে, মামলা দায়েরের সময় যে অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছিল, তা প্রমাণিত হয়নি। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ ও আদালত প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায্য রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্ব দিচ্ছে। সূত্র জানায়, ভবিষ্যতেও ভুয়া মামলা শনাক্তকরণ এবং অব্যাহতির প্রক্রিয়া অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ নির্যাতন বা অনিরাপদ পরিস্থিতিতে না পড়ে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন