ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘শখের বশে’ ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলের শীর্ষ নেতা ইয়ার গোলান।
মঙ্গলবার (২০ মে) ইসরায়েলের বামপন্থি বিরোধীদল ডেমোক্র্যাটস পার্টির প্রধান নেতা ইয়ার গোলান পাবলিক ব্রডকাস্টার কেএএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল দেশটি দ্রুত একটি ‘অযোগ্য ও একঘরে’ রাষ্ট্রে পরিণত হচ্ছে। যদি আমরা সুস্থ রাষ্ট্র হিসেবে আচরণে ফিরতে না পারি, তবে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, একটি সুস্থ রাষ্ট্র কখনো সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না, শখের বশে শিশুদের হত্যা করে না এবং জোরপূর্বক জনগণকে বিতাড়নের লক্ষ্য গ্রহণ করে না।
নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করে গোলান আরও বলেন, এই সরকার প্রতিহিংসাপরায়ণ ও নীতিহীন লোকদের দ্বারা পূর্ণ, যাদের সংকট মোকাবিলার কোনো যোগ্যতা নেই। তাদের নেতৃত্বে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।