ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ভারতে অন্তত ১০ জন গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ১১:১১ এএম
জ্যোতি মালহোত্রা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জ্যোতি মালহোত্রা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্য থেকে স্থানীয় এক ইউটিউবার, একজন ব্যবসায়ী ও একজন ছাত্রসহ ১০ জনেরও বেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

বিবিসির সংবাদদাতারা এবং ভারতীয় গণমাধ্যম জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। 

জ্যোতি মালহোত্রা ভ্রমণবিষয়ক ব্লগ বানান। বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের নানা দেশে ভিডিও করার জন্য তিনি ঘুরে বেড়াতেন। ভারতেরও বেশ কয়েকটি ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে ঘুরেছেন তিনি। ভ্রমণ ব্লগ বানানোর জন্য ইতোমধ্যে বেশ কয়েকবার পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। তবে তার সর্বশেষ যাত্রা ছিল ২০২৫ সালের মার্চ মাসে। 

হরিয়ানা পুলিশ গণমাধ্যমকে জানায়, মালহোত্রার সঙ্গে দিল্লিতে কর্মরত পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার যোগাযোগ ছিল। তবে কিছুদিন আগে ভারত থেকে বহিষ্কার করা হয়েছে ওই কর্মকর্তাকে।

পুলিশের দাবি, আয়ের উৎসের সঙ্গে ব্যয় মিলছে না জ্যোতি মালহোত্রার। এছাড়াও তিনি পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। তাই পেহেলগাম হামলার সঙ্গে মালহোত্রার কোনো যোগাযোগ আছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জ্যোতি মালহোত্রার ইউটিউব সাবস্ক্রাইবার তিন লাখ ৭৭ হাজার এবং ইনস্টাগ্রামে এক লাখ ৩৩ হাজার মানুষ তাকে ফলো করেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আইএসআইএসের কাছে তথ্য পাচার করতেন বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। শুক্রবার (১৬ মে) তাকে হরিয়ানার হিসার জেলা থেকে গ্রেপ্তার করা হয়।