বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফেসবুকে পোস্ট কিংবা রাস্তায় জনদুর্ভোগ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। দেশে এখন প্রেস ব্রিফিং দিয়ে আন্দোলন করার অবস্থায় নেই।’
শনিবার (১০ মে) দুপুরে জামালপুরের মাদারগঞ্জে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি এই নেতা বলেন, স্পষ্ট করে বলতে চাই- গত সাড়ে ১৫ বছর অপকর্ম ও জুলাই-আগস্টে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধ করতে হবে। দেশে নির্বাচন দিলে এমনিতেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আন্দোলনের নামে একবার শাহবাগে যাওয়া একবার যমুনায় যাওয়া এবং মানুষকে বিরক্ত করা এগুলো যৌক্তিক কাজ নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর কখনো দেশে ফিরবে না। বাংলাদেশের সর্ববৃহৎ পার্টি হচ্ছে বিএনপি।
আপনার মতামত লিখুন :