পাকিস্তান প্রিমিয়ার লিগের ১০তম আসরে খেলতে গেলেন বাংলাদেশ জাতীয় দলের দুই খেলোয়ার রিশাদ হোসেন ও নাহিদ রানা।
এরই মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের এই দুই ক্রিকেটার।
অবশেষে ভয়ংকর সেই দিনগুলো পার করে আজ শনিবার বিকালে দেশে ফিরলেন দুই তরুণ ক্রিকেটার।
এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে রিশাদ হোসেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘পাকিস্তানে যখন ভারত আক্রমণ করল, তখন আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলাম।
ভয় লাগছিল, তবে সবাই আমাদের পাশে ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমাদের পরিবার এবং পিএসএল কর্তৃপক্ষ নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল।
আমার সঙ্গে নাহিদ রানা ছিল, সে একটু বেশি ঘাবড়ে গিয়েছিল। আমি তাকে সাহস জুগিয়ে বলেছিলাম, আল্লাহ সহায় আছেন।’
রিশাদ আরও জানান, যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল খেলতে যাওয়া অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন। সংঘাতের সময় পাকিস্তানের প্রায় সব আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল।
সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে রিশাদ বলেন, ‘আমাদের সঙ্গে থাকা বিদেশি খেলোয়াড়রা এতটাই হতাশ হয়ে পড়েছিল যে তারা বুঝতে পারছিল না কীভাবে দেশে ফিরবে। আমরা যখন বিমানবন্দরে পৌঁছাই, তার মাত্র ২০ মিনিট পরই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আল্লাহর অশেষ রহমতে আমরা নিরাপদে পাকিস্তান থেকে ফিরতে পেরেছি, এটাই এখন সবচেয়ে বড় স্বস্তির বিষয়।’
এদিকে, বিসিবি জানিয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
আপনার মতামত লিখুন :