আফগানিস্তান সিরিজ শেষ হতেই দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে মিরাজ-শান্তরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করেছেন।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ট্রফি উন্মোচন অনুষ্ঠানটিকে ক্রিকেট ট্যুরিজমের হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের অন্যতম নিদর্শন লালবাগ কেল্লার ভেতরে, পরীবিবির মাজারের সামনেই এ আয়োজন সম্পন্ন হয়।
সপ্তাহিক ছুটির দিনে পুরান ঢাকার ব্যস্ততা শুরু হওয়া মাত্রই ট্রফি নিয়ে ফটোসেশন করেন মিরাজ ও হোপ। পরে তারা জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে চলে যান এবং হোপ আবার নিজের দলের হোটেলে ফেরেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এটি দুই বছরের বেশি সময় পর মিরপুরে অনুষ্ঠিতব্য ওয়ানডে। শেষ আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচ হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে এর আগে উইন্ডিজের বিপক্ষে তারা ধারাবাহিক ১১টি ম্যাচ জিতেছিল। দুই দলের ১২টি দ্বিপাক্ষিক সিরিজে জয়ের সংখ্যা সমান, প্রতিটি দলের জয় ৬টি। তাই এই সিরিজটি দু’দলের প্রতিশোধ ও সামনের ধাপের জন্য গুরুত্বপূর্ণ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন