টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জমিতে খনন করা একটি পুকুরে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্যমপুর বর্ণী গ্রামের কিছু কর্মী রেলের ওই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি এ নিয়ে ভোলারপাড়া গ্রামের কয়েকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। ঘটনাটির সমাধান করতে শুক্রবার জুমার নামাজের আগে পুকুরসংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে একটি মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটি হলে, একদল দুর্বৃত্ত দা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতা সালাম পিন্টু ও সুলতান সালাহউদ্দিন টুকুর ছবিসংবলিত ব্যানার, সাইনবোর্ড ও টিনের বেড়া নষ্ট করে।
স্থানীয়রা বাধা দিলে কয়েকজন আহত হন। পরে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রেললাইনের পাশে থাকা লেকে ভোলারপাড়ার লোকজন মাছ ছাড়ছিল। এতে বর্ণী গ্রামের লোকজন বাধা দেয়। আমরা প্যানেল চেয়ারম্যানকে নিয়ে মীমাংসার জন্য বসেছিলাম। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সেক্রেটারি উপস্থিত না থাকায় সোমবার পুনরায় বৈঠকের সিদ্ধান্ত নিই। পরে শুনেছি, সেখানে হামলা হয়েছে।’
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, “দুষ্কৃতকারীরা তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় ভেঙে ফেলেছে। এখানে বড় কোনো দলীয় গ্রুপিং নেই, তবে ব্যক্তিগত স্বার্থে কিছু ‘খাওয়া-দাওয়ার গ্রুপ’ থাকতে পারে।”
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন