দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি খড়িবোঝাই ট্রলির সামনের চাকা ফেটে আব্দুস সালাম (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের হানিফ কাউন্টারের সামনের সড়কে।
নিহত অটোরিকশা চালক আব্দুস সালাম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চককবীর (মিরপাড়া) গ্রামের তহুবার রহমানের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি খড়িবোঝাই একটি ট্রলি ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের হানিফ কাউন্টারের সামনের সড়কে সামনের চাকা আকস্মিকভাবে বিকট শব্দে ফেটে যায়। এ সময় ফেটে যাওয়া ট্রলির চাকার রিংয়ের লোহার একটি অংশ ছিটকে গিয়ে সড়কের পাশে অবস্থানরত অটোরিকশা চালক আব্দুস সালামের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হলে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তায় যানজট নিরসন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, অটোচালকের মরদেহ সুরতহাল করা হয়েছে। মালামালসহ ট্রলি উদ্ধারের কাজ চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন