শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৮:০২ পিএম

কিংবদন্তি গিটারিস্ট ফ্রেহলি মারা গেছেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৮:০২ পিএম

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি রক ব্যান্ড কিসের গিটারিস্ট ও ভোকালিস্ট এস ফ্রেহলি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি রক ব্যান্ড কিসের গিটারিস্ট ও ভোকালিস্ট এস ফ্রেহলি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি রক ব্যান্ড কিসের গিটারিস্ট ও ভোকালিস্ট এস ফ্রেহলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

ফ্রেহলি, ভক্তদের কাছে ‘স্পেস এস’ বা ‘স্পেসম্যান’ নামে পরিচিত, নিউ জার্সির মোরিস্টাউনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি তিনি নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন।

পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত ও মর্মাহত। জীবনের শেষ মুহূর্তে আমরা তাকে ভালোবাসা, যত্ন, শান্তি ও প্রার্থনায় ঘিরে রাখতে পেরেছি। আমরা তার হাসি, শক্তি ও মানুষের প্রতি মমতার স্মৃতি লালন করব। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।’

গত ২৫ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানা যায়, ফ্রেহলি স্টুডিওতে পড়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসকের পরামর্শে কিছু ট্যুর বাতিল করেন। শারীরিক অবস্থার অবনতির কারণে ২০২৫ সালের সব কনসার্টও বাতিল করা হয়।

নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া ফ্রেহলি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মেটাল গিটারিস্ট হিসেবে বিবেচিত। ১৯৭৩ সালে পল স্ট্যানলি, জিন সিমন্স ও পিটার ক্রিসকে সঙ্গে নিয়ে তিনি ব্যান্ড কিস গঠন করেন। সাহসী কালো-সাদা মেকআপ, ঝলমলে পোশাক ও বিদ্যুতের মতো তেজি গিটার বাজনার মাধ্যমে কিস বিশ্বজোড়া আলোচিত ব্যান্ড হিসেবে খ্যাতি অর্জন করে।

কিসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘আই ওয়াজ মেড ফর লাভিং ইউ’, ‘ব্ল্যাক ডায়মন্ড’, ‘রক অ্যান্ড রোল অল নাইট’ ও ‘লিক ইট আপ’।

১৯৮২ সালে ফ্রেহলি ব্যান্ড ছেড়ে নিজের দল ‘ফ্রেহলিস কমেট’ গঠন করেন। একক ক্যারিয়ারে তিনি বেশ কিছু হিট অ্যালবাম উপহার দেন। পরবর্তী বছরগুলোতেও তিনি একক ক্যারিয়ারে সফল হন। ১৯৭৮ সালে প্রকাশিত গান ‘নিউ ইয়র্ক গ্রুভ’ এবং ১৯৮৭ সালের ‘রক সোলজারস’ ব্যাপক জনপ্রিয়তা পায়।

ফ্রেহলি পরে কিসে ফেরেন এবং ১৯৯৬ সালের রিইউনিয়ন ট্যুরে অংশ নেন। ২০০২ সালে দ্বিতীয়বার বিদায় জানান, সল্ট লেক সিটির শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে তার কিস অধ্যায় শেষ হয়।

২০১৪ সালে কিসের চার মূল সদস্যকে যুক্তরাষ্ট্রের ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

সংগীত থেকে ফ্রেহলি কখনো দূরে যাননি। গত বছর তিনি প্রকাশ করেন একক অ্যালবাম ‘টেন থাউজ্যান্ড ভোল্টস’, যা বিলবোর্ডের হার্ড মিউজিক ও রক অ্যালবাম চার্টে শীর্ষে ওঠে।

রূপালী বাংলাদেশ

Link copied!