রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:০৯ এএম

সৌদি উৎসবে বিস্ফোরক মন্তব্য মার্কিন নায়িকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:০৯ এএম

জেসিকা অ্যালবা।   ছবি- সংগৃহীত

জেসিকা অ্যালবা। ছবি- সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় চলতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা।

২০০৫ সালের সুপারহিরো সিনেমা ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ একটি নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে, যা নিয়ে আগে থেকেই অস্বস্তিতে ছিলেন অভিনেত্রী। দৃশ্যটিকে তিনি ‘লজ্জার’ বলে বর্ণনা করেছেন। 

গত শুক্রবার সৌদি আরবে আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ৪৪ বছর বয়সী ‘সিন সিটি’ তারকা জেসিকা আলবা তার অভিনয় জীবনের এই অভিজ্ঞতার কথা জানান।

নিউ ইয়র্ক পোস্টের বরাতে জানা যায়, ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার নগ্ন দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ভেবেছিলাম এটা জঘন্য। বাস্তব জীবনে এটি খুব অপমানজনক ছিল।’

আলবা আরও বলেন, ‘আমি বেশ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর আমিও যথেষ্ট লাজুক প্রকৃতির মানুষ। দৃশ্যটির জন্য আমি সপ্তাহ ধরে ভীত ছিলাম। সেই দিনগুলো থেকে আমার এখনও অনেক ধাক্কা লেগে আছে।’

সিনেমাটির ওই দৃশ্যে দেখা যায়, জেসিকা আলবার চরিত্র ‘সু স্টর্ম’ তার নতুন অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে পুলিশের ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু পোশাক খোলার মাঝপথে তিনি দৃশ্যমান হয়ে যান এবং বহু দর্শকের সামনে তাকে নগ্ন অবস্থায় দেখা যায়।

‘ফ্যান্টাস্টিক ফোর’-এ জেসিকা আলবা ছিলেন চারজনের দলের একমাত্র নারী সদস্য। অন্য তিন সদস্যের ভূমিকায় ছিলেন ক্রিস ইভান্স, মাইকেল চিকলিস এবং লোয়ান গ্রাফাড। ড. ডুম নামে খলনায়কের চরিত্রে অভিনয় করেন প্রয়াত জুলিয়ান ম্যাকমাহন।

জেসিকা আলবা পরে ২০০৭ সালের সিক্যুয়েল ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার’-এও সু স্টর্ম চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ২০১৫ সালে কেট মারা এবং ২০২৫ সালের আসন্ন সিনেমায় ভ্যানেসা কিরবি চরিত্রটি রূপদান করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!