ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যদিও এনসিপি এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, ভবিষ্যতে তারা স্বাক্ষর করবে বলে আশা করা যায়।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যথাযথ আইনগত ভিত্তি নিশ্চিত করুক। সমগ্র জাতির সামনে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকুক, এই ভরসায় আমরা আজ সনদে স্বাক্ষর করেছি।’
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমাদের আন্দোলন ও সংগ্রামের বন্ধু। তবে আজ তারা এখানে উপস্থিত নেই। সম্ভবত পরবর্তীতে তারা স্বাক্ষর করবে, কারণ শেষ মুহূর্তে তাদের মতামত ঐকমত্য কমিশন গ্রহণ করেছে।’
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকের দিনটি শহীদদের আত্মত্যাগ, জাতির আকাঙ্ক্ষা ও জন-প্রত্যাশা পূরণের সূচনা মাত্র। এই অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারব।’
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই সনদ গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক।’
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সতর্ক করে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে দেশের রাজনীতিতে নতুন সংকট দেখা দিতে পারে। তাই এর বাস্তবায়ন এখন সময়ের দাবি।’
জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি, জামায়াতসহ অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা নিজেদের মতামত প্রকাশ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন