ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উমর হাসান (২৩) নামে এক যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু খাইরুল আমিন (২৪)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে নিজ ঘরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত উমর ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় শুক্রবার ভোরে ঘাতক খাইরুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি একই গ্রামের পশ্চিম পাড়ার চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উমর ও খাইরুল শৈশবের বন্ধু হলেও সম্প্রতি ব্যক্তিগত বিরোধের কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক ২টার দিকে খাইরুল ঘরের সিঁধ কেটে উমরের ঘরে প্রবেশ করে প্রথমে ধারালো দা দিয়ে ঘাড় ও হাতে একাধিক কোপ দেন। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করেন।
শব্দ শুনে উমরের মা রাহেলা বেগম ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকেও কোপ মেরে আহত করে পালিয়ে যান।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে খাইরুল উমরকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতককে গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে নিহতের মা রাহেলা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন