রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ১ ঘণ্টা সড়ক অবরোধের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটে চরম দুর্ভোগ তৈরি হয়। শিক্ষার্থীরা ১ ঘণ্টারও বেশি সড়ক অবরোধ করে রাখলে ব্যাপক যানজটও তৈরি হয়। পরে শিক্ষক ও পুলিশের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ^াস দিলে শিক্ষার্থীরা রাস্তা ছাড়ে।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, শিক্ষার্থীরা যে দাবিতে ফার্মগেটের রাস্তায় নেমেছিল তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। ঘটনস্থলে কলেজের অধ্যক্ষ নিজেই এসেছিলেন। কলেজের অধ্যক্ষ ও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়, রানা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে। এছাড়া কলেজ কর্তৃপক্ষ তাদের আশ^াস দিয়েছে যে তাদের ক্যাম্পাসের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা হবে। এসব আশ^াসের পর শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফার্মগেটের রাস্তায় নেমে সহপাঠী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে প্রতিষ্ঠানটির কয়েকশ শিক্ষার্থী। শিক্ষার্থীরা রানা হত্যার বিচার চেয়ে এবং বিচারের দাবিতে ব্যানার নিয়ে ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করে। পরে তারা এই সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে।
আন্দোলনকারীরা জানান, ক্যাম্পাসের ভিতরে কেন হামলা করা হলো এবং তাদের সহপাঠীকে কেন নির্মমভাবে হত্যা করা হলো। এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না নিয়ে এলে তারা তাদের আন্দোলন স্থগিত করবেন না। তারা হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থানে থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।
তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাসে ছাত্রদলের দুইটি গ্রুপের দীর্ঘদিন ধরেই মাদক সেবন, বহিরাগত ছাত্র হলে রাখা এবং চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল। গত ৬ ডিসেম্বর শনিবার রাতে হলের নিচতলায় বসে মাদক সেবন করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এরপর বাকবিত-া ও হাতাহাতি হয়। ছাত্রদলের গ্রুপ বহিরাগত শতাধিক লোক নিয়ে হলের সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে বেধড়ক পিটিয়ে তিনজনকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত হন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের (২০২৪-২৫) সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। রানা ৫ দিন ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুর ১২টায় রানার মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন