ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত বাপ্পারাজ অভিনয়ে এখন অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে বেশ সরব। দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা ও তারকাদের নিয়ে চলা নানা আলোচনা-সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
কারও নাম উল্লেখ না করে শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে বাপ্পারাজ লেখেন, “আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে। কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ‘ও নেই বলেই এর উত্থান হয়েছে। ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই চলচ্চিত্রের আজ দুরবস্থা’। একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না।”
কথার সূত্র ধরে তিনি আরও লেখেন, ‘ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল। ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। মানুষ জীবিত থাকতে আমরা তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।’
বাপ্পারাজের এই পোস্টে অনেক অনুরাগী সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, কেউ কারও জায়গা নিতে পারে না। উপরওয়ালা যাকে সম্মানিত করেন তাকে কেউ নিচে নামাতে পারে না।
আরেকজন লিখেছেন, ‘কথা সত্য। আমরা জীবিত অবস্থায় স্বার্থ ছাড়া কাউকে কদর করি না, কদর করি মৃত্যুর পর, কারণ আমরা বাঙালি।’
নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন বাপ্পারাজ। ক্যারিয়ারে তিনি ত্রিভুজ প্রেমের গল্পনির্ভর সিনেমায় বেশি অভিনয় করেছেন।
সম্প্রতি তার অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি আবারও ভাইরাল হয়ে তাকে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও আলোচনায় এনে দিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন