কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ভ্যাঙ্কুভারের কাছে হেরে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। এতে টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালের ওঠার স্বপ্ন ভেঙেছে মেসি-সুয়ারেজদের।
প্রথম লেগে ২ গোলে পিছিয়ে থেকে আজ বৃহস্পতিবার (১ মে) ভ্যাঙ্কুভারকে ঘরের মাঠে আতিথ্য দেয় ইন্টার মায়ামি। যেখানে দলটি হেরেছে ৩-১ ব্যবধানে। প্রথম লেগের মতো এদিনও ম্লান ছিল মেসি-সুয়ারেজরা।
দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল মেসির দল।
প্রথম লেগে হারার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ম্যাচের নবম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জর্দি আলবা।
প্রথমার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা করে। বেশ কয়েকবার ভালো সুযোগও তৈরি করেছিল মায়ামি। তবে সেসব সুযোগ তাড়া কাজে লাগাতে ব্যর্থ হয়।
বিরতি থেকে ফিরেই ইন্টারের স্বপ্নে জল ঢেলে দেয় ভ্যাঙ্কুভার। ম্যাচের ৫১তম মিনিটে দলকে সমতায় ফেরান হোয়াইট। এর ঠিক দুই মিনিট পর মায়ামির জালে আবারও বল পাঠায় ভ্যাঙ্কুভার। পেদ্রো ভিতের গোলে এবার এগিয়ে যায় অতিথিরা।
এরপর ম্যাচের শেষদিকে বদলি খেলোয়াড় বারহাল্টার তৃতীয় গোল করে ভ্যাঙ্কুভারের ফাইনালের টিকিট নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে ৫-১ গোলের সামগ্রিক অগ্রগামিতায় তৃতীয় কানাডিয়ান দল হিসেবে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠল ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপ। তারা শিরোপা জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ক্রুজ আজুল ও টাইগার্সের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে।
আপনার মতামত লিখুন :