ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সীমান্তে ভারতের ‘সুপরিকল্পিত’ পুশ-ইন, সতর্ক বিজিবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৭:২৬ পিএম
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সুপরিকল্পিতভাবে ভারত বাংলাদেশে পুশ-ইন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সম্প্রতি ভারত ২০২ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২০২ জনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে। তবে বিজিবি এ বিষয়ে সতর্ক রয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত যেসব মানুষকে পুশ-ইন করা হয়েছে, তাদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গা বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ জন ভারতে নিবন্ধিত রোহিঙ্গা নাগরিক।

বিজিবি প্রধান অভিযোগ করেন, এই পুশ-ইন কার্যক্রম ভারতের তরফ থেকে পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।