ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করল হাইকমিশন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৯:২৯ পিএম
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। ছবি- সংগৃহীত

মালয়েশিয়া যাওয়ায় আগ্রহীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১ আগস্ট) এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী প্রেরণের কথা বলে বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে এমন তথ্য হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাবাহ প্রদেশে কর্মী নিয়োগ বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। মালয়েশিয়ার সাবাহ প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকেও বাংলাদেশি কর্মী নিয়োগের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে কেউ যেন প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে এবং কোনো লেনদেন না করে সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি মালয়েশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি দেয় তবে তা বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণকে অবহিত করা হবে।

এ ছাড়া হাইকমিশন দেশবাসীকে এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার এবং প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বৈধ চ্যানেলের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।