রূপালী বাংলাদেশ
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১১:১৫ পিএম
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। ফলাফল প্রকাশ হওয়ার পরই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা।\r\n\r\n
এসএসসি ফলাফলে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩২০ পরীক্ষার্থীর মধ্যে সবাই পেয়েছেন জিপিএ-৫। সর্বোচ্চ ফলাফলে শিক্ষার্থীদের ছিল বাধভাঙা উল্লাস। ছবি- সংগৃহীত
এসএসসি পরীক্ষার ফলাফলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২ হাজার ৬৪০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৫৮৬ জন। ফলাফল প্রকাশের পরই শুরু হয় বাধভাঙা উল্লাস। ছবি- সংগৃহীত
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মোট ২ হাজার ১১৬ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৬ জন। ফল প্রকাশের পরই শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দে মেতে ওঠে। ছবি- সংগৃহীত
রাজশাহী ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৪৭ পরীক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫। ফল প্রকাশের পর একসাথে উদযাপন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি- বাংলাদেশ সেনাবাহিনী
১২টি ক্যাডেট কলেজ হতে সর্বমোট ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭১ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্ত (৯৯.১৩%)। ফল প্রকাশের পর একটি ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি- বাংলাদেশ সেনাবাহিনী
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের এসএসসি ফল উদযাপন। ছবি- বাংলাদেশ সেনাবাহিনী
বরিশাল ক্যাডেট কলেজের এসএসসি ফল উদযাপন। ছবি- বাংলাদেশ সেনাবাহিনী
সিলেট ক্যাডেট কলেজের এসএসসি ফল উদযাপন। ছবি- বাংলাদেশ সেনাবাহিনী
কুমিল্লা ক্যাডেট কলেজের এসএসসি ফল উদযাপন। ছবি- বাংলাদেশ সেনাবাহিনী