রূপালী বাংলাদেশ
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১০:৫৭ পিএম
নোরা ফতেহি নামটা এখন বলিউডের গ্ল্যামার ও ডান্স দুনিয়ায় এক চেনা নাম। কানাডার মেয়ে হয়েও তিনি মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন কঠিন পরিশ্রম আর অসাধারণ প্রতিভা দিয়ে। ডান্স ফ্লোরে নোরা মানেই আলাদা এনার্জি। তাঁর ‘দিলবর’, ‘সাকি সাকি’, ‘গারমি’র মতো গানের স্টেপস রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। শুধু নাচ নয়, অভিনয়েও নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি
বলিউডের গ্ল্যামার কুইন আবারও প্রমাণ করলেন কেন তিনি ফ্যাশন আইকন। কালো ঝলমলে আউটফিটে তার আত্মবিশ্বাসী উপস্থিতি আর স্টাইল স্টেটমেন্ট সত্যিই চোখধাঁধানো।
স্টেজে উঠলেই যেন অন্য এক নোরা। গানের বিটে তাল মেলাতে মেলাতে তাঁর এক্সপ্রেশন, জ্বলজ্বলে চোখ আর নিখুঁত স্টেপস দর্শকদের তাক লাগিয়ে দেয়।