গণভোটসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সকল দলের ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্তে আসা উচিত এবং তা না হলে আগামীর নির্বাচন সুন্দর ও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর)বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখেই নির্বাচন আয়োজন করতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করা জরুরি।
তিনি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। একইসঙ্গে নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। যারা নুরকে আহত করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দেশে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা উচিত। নইলে জনগণ কখনোই তা মেনে নেবে না।
এর আগে, গত ২৯ আগস্ট রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ একাধিক নেতাকর্মীর আহত হন। পরে ওই দিন রাতেই গুরুতর আহত নুরুল হক নুরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং পরে সেখান থেকে আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থা উন্নতি হলে হাসপাতালের ভিভিআইপি এক নাম্বার কেবিনে স্থানান্তর করা হয়।