ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

প্রবাস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৩৫ পিএম
লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার প্রাচীন রাজধানী  মালাক্কা রাজ্যে একটি বাড়ি থেকে দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের আরেক রুমমেট ঘরে ফিরে এসে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহত দুজন সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বাংলাদেশি দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন বলে জানা গেছে। রাত আনুমানিক ১০.৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।


 
জুহাইলি নামে একজন স্থানীয় নাগরিকের ভাষ্যমতে, তিনি বাড়িতে প্রবেশ করে দেখেন, রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজনকে রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে। অন্যজন সম্ভবত ঘরের ভেতরে ফাঁস দিয়েছেন, তবে তখন ঘরের দরজা বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
 
জুহাইলি আরও জানান, মৃত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন এবং কাছেই একটি নির্মাণ সাইটে কাজ করতেন। প্রতিবেশীর সঙ্গে তাদের খুব একটা ঘনিষ্ঠতা না থাকলেও দেখা হলে তারা নিয়মিত শুভেচ্ছা জানাতেন। নিহত ২ জনের মধ্যে ছোটজনের ইন্দোনেশিয়ান স্ত্রী ছিলেন বলে জানা গেছে। ছোটজন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুনেছিলেন জুহাইলি। প্রায়ই শোনা যেত যে তার স্ত্রী তাকে কাজ করা নিয়ে বকাঝকা করছেন। 

জুহাইলি মনে করেন, সম্ভবত সেই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন,  তারা শুনেছে মালাক্কাতে দুইজন মারা গেছে কিন্তু তাদের বিষয়ে বিস্তারিত কোন তথ্য দূতবাসে এখনো আসে নাই।