ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

হজে গিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:১৬ এএম
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী। ছবি- সংগৃহীত

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সবশেষ (৯ মে) মো. হাফেজ উদ্দিন (৭৩) মক্কায় মারা যান। তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। হাফেজ উদ্দিন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর-এ১৬০৮৩৩৭২।

শনিবার (১০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৭ হাজার ১১৫ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৫৫১ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৫ হাজার ৫১৩টি ভিসা ইস্যু করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এবার হজে গিয়ে এর আগে ২৯ এপ্রিল রাজবাড়ীর মো. খলিলুর রহমান, ২ মে কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, ৫ মে পঞ্চগড়ের আল হামিদা বানু ও ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর মৃত্যুবরণ করেন।