ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

জমে উঠেছে আইপিএল, প্লে-অফের লড়াইয়ে মুম্বাই-দিল্লি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ১২:২৫ পিএম
পরের ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ও দিল্লি। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয়বারের মতো লিগ পর্ব থেকে ছিটকে গেল লখনৌ সুপার জায়ান্টস। এ মৌসুমে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে কিনে চমক দেখালেও, শেষ রক্ষা হলো না দলটির।

টিমে মিচেল মার্শ, এইডেন মার্কব়াম, নিকোলাস পুরানের মতো বিধ্বংসী ব্যাটার। তবুও প্লে-অফে উঠতে ব্যর্থ দল। 

গতকাল (সোমবার) ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লখনৌয়ের জয় ছিল অত্যাবশ্যক। কিন্তু সানরাইজার্স ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে লখনৌয়ের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে লখনৌ ওপেনিং জুটিতে মার্শ-মার্করামের ১১৫ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান তোলে।

তবে, মিডল অর্ডারে ঋষভ পান্ত (৭ রান) আবারও ব্যর্থ হন। জবাবে, হায়দরাবাদের অভিষেক শর্মার ২০ বলে ৫৯ ও হেনরিখ ক্লাসেনের ২৮ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়।

প্লে-অফের সমীকরণ: মুম্বাই বনাম দিল্লি

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং সবশেষ লখনৌ সুপার জায়ান্টসের প্লে-অফ দৌড় শেষ হয়েছে। গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস এরইমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। বাকি একটি স্থানের জন্য এখন জোর লড়াই চলছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে।

লখনৌয়ের আর দুটি ম্যাচ বাকি থাকলেও, তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছাতে পারবে, যা প্লে-অফে ওঠার জন্য যথেষ্ট নয়। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সেরও ১৪ পয়েন্ট রয়েছে এবং নেট রান রেটে তারা অনেকটাই এগিয়ে।

মুম্বাই ও দিল্লি পরের ম্যাচে মুখোমুখি হবে। যদি মুম্বাই জেতে, তাহলে ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফ নিশ্চিত করবে এবং দিল্লির বিদায় ঘটবে। তবে, যদি দিল্লি মুম্বাইকে হারায়, তাহলে তাদের পয়েন্ট হবে ১৩। 

সে ক্ষেত্রে প্লে-অফের সমীকরণ আরও জটিল হবে। দিল্লিকে মুম্বাইকে হারানোর পাশাপাশি পাঞ্জাবকেও হারাতে হবে এবং মুম্বাইয়ের অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।