ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

কুষ্টিয়ায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৯:৪৩ পিএম
নিহত রাব্বি ও তুষার।

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) ও একই এলাকার বাবলুর ছেলে তুষার (৪২)। আহত দু’জন হলেন- প্রশান্ত ও পরিমল। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর বিজিবি সেক্টর থেকে ১০০ গজ পূর্বে যোগীপোল কুষ্টিয়া থেকে মেহেরপুর অভিমুখী বালি বোঝায় একটি ড্রাম ট্রাক ও মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই একটি মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। 

তাৎক্ষণিক মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা পালসার মোটরসাইকেলের দু’জন আরোহীকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

এ ছাড়াও মোটরসাইকেলের দুই আরোহীকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

পরে চিকিৎসাধীন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তুষার ও রাব্বি  নামে দু’জন ব্যক্তি নিহত হয়। এ ছাড়াও হাসপাতালে দু’জন চিকিৎসা নিচ্ছে বলেও জানা গেছে। 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন দু’জন মারা যাওয়ার খবর পেয়েছি। বর্তমানে ড্রাম টাকটি পুলিশ হেফাজতে রয়েছে।’