অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। পেটের অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন দলের নিয়মিত হোয়াইট বল অধিনায়ক মিচেল স্যান্টনার।
তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার সামলাবেন মাইকেল ব্রেসওয়েল, যিনি এর আগে পাকিস্তানের বিপক্ষে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার স্যান্টনারের অনুপস্থিতি নিয়ে বলেন, ‘কোনো অধিনায়ককে হারানো কখনোই ভালো নয়, কিন্তু এমনটা ঘটে। আমরা ব্রেসওয়েলের নেতৃত্বে পুরোপুরি আত্মবিশ্বাসী।’
স্যান্টনার ছাড়াও এই সিরিজে একাধিক খেলোয়াড়কে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন এবং পায়ের চোটের কারণে অ্যাডাম মিলনও নেই।
এ ছাড়া আগে থেকেই অনুপস্থিত ছিলেন উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস এবং ফিন অ্যালেন। অপরদিকে, ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা ফাস্ট বোলার কাইল জেমিসন এবং বেন সার্স স্কোয়াডে ফিরে এসেছেন।
অন্যদিকে, ব্যক্তিগত কারণে এই সিরিজে না খেললেও কেইন উইলিয়ামসন আসন্ন ইংল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন। স্যান্টনারের জায়গায় লেগস্পিনার ইশ সোডি দলে থাকছেন।
নিউজিল্যান্ডের স্কোয়াড:
ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ডারিল মিচেল, রচিন রাভিন্দ্রা, টিম রবিনসন, টিম সিফার্ট, কাইল জেমিসন, বেন সার্স এবং ইশ সোডি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন