ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৩:০০ পিএম
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা।

সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার (২ জুলাই) মুখোমুখি হয়েছে দুই দল।খেলাটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য এসেছে স্বাগতিকদের পক্ষে। লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে স্পিনার তানভীর ইসলাম ও ওপেনার পারভেজ হোসেন ইমনের। 

একনজরে দুই দলের একাদশ

শ্রীলঙ্কা: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।