ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

রাজধানীতে ৪৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:২০ এএম
গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২। ছবি-সংগৃহীত

রাজধানীর ওয়ারী থানাধীন আর কে মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে থেকে ৪৬ কেজি গাঁজাসহ নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। 

 বুধবার (২ জুলাই) ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ।

গ্রেপ্তাররা হলেন- মনি আক্তার (৩২) ও আশরাফুল ইসলাম (২০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য রাজধানীর ওয়ারীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।