পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে ভারত। ম্যানচেস্টার টেস্টে ভারতের একাদশে এসেছে তিন পরিবর্তন, বাদ পড়লেন করুণ নায়ার।
আজ বুধবার (২৩ জুলাই) সিরিজের চতুর্থ টেস্টে টম জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
টসের পর স্টোকস জানান, ওভারহেড কন্ডিশন বোলিংয়ের পক্ষে। ছেলেরা বিশ্রাম পেয়েছে, তরতাজা ভাব নিয়ে মাঠে নামবে। ম্যানচেস্টারের উইকেট যথারীতি শক্ত, কিছুটা ঘাস আছে। ডসন দলে ফিরেছে, ওর অভিজ্ঞতা কাজে আসবে।
ভারতের হয়ে ওপেনিংয়ে ব্যাট হাতে ক্রিজে আসেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১২ ওভার শেষে ৩৩ রান। ১৯ রান নিয়ে খেলেছেন রাহুল এবং ১২ রান নিয়ে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল।
জানা গেছে. ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন আকাশ দীপ ও নিঢাল কুমার রেড্ডি। এছাড়া অফ ফর্মের কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ার।
অন্যদিকে গিল জানান, টস হেরে তিনি খুশি, কারণ তিনিও সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলেন। টস হেরে খারাপ লাগছে না। উইকেট ভালো মনে হচ্ছে, যদিও সামনের দিনগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অনশুল কাম্বোজ, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।
আপনার মতামত লিখুন :