মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা নিশ্চিত করতে এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
আজ শনিবার (১৮ অক্টোবর)বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
ইতিহাস বলছে, দুই দলের মধ্যে লড়াই হয়েছে সমানে সমান। এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে প্রতিটি দলই ছয়টি করে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয় করেছে। মোট ৪৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে তারা, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ২৪ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ২১টি এবং ২টি ম্যাচ নিষ্পত্তিহীন।
তবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের পাল্লাই কিছুটা ভারি, ৬ জয়ের বিপরীতে টাইগাররা জিতেছে ৪টি ম্যাচ।
ঘরের মাঠে এই সিরিজটি বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর এক বড় সুযোগ। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর তারা টানা পঞ্চম ওয়ানডে সিরিজ হারতে চায় না।
গত বছর নভেম্বর থেকে বাংলাদেশ শেষ পাঁচটি ওয়ানডে সিরিজে হেরেছে, ১৪ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র দুটি। এই হতাশা কাটিয়ে ঘরের মাঠে নতুন উদ্যমে খেলতে নামবে টাইগাররা।