সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:১৫ পিএম

বিশ্বকাপ থেকে প্রায় ৭ কোটি টাকা নিয়ে ফিরছে মেয়েরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:১৫ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি- সংগৃহীত

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গতকাল। নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নিশ্চিত হারের পথে থাকা ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের খেলা মাঠে গড়ায়নি। আগে ব্যাট করে বাংলাদেশ ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তোলে। জবাবে ভারত ৮.৪ ওভারে ৫৭ রান করার পর বৃষ্টি শুরু হলে আর খেলা মাঠে ফেরে না। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এতে ৭ ম্যাচে ১ জয় ও ১ পরিত্যক্তসহ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থেকে এবারের বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর বাকি ছয় ম্যাচে হারের মুখ দেখতে হয় নিগার সুলতানাদের।

তবে মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ না হলেও বড় প্রাপ্তি এসেছে আইসিসির প্রাইজমানিতে। এবারের আসরে আইসিসি নারীদের ওয়ানডে বিশ্বকাপের পুরস্কারের অর্থ এক ধাক্কায় ৪ গুণ বাড়িয়ে দিয়েছে। 

ফলে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়া বাংলাদেশ পাচ্ছে প্রায় ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।

নারী ক্রিকেটের আর্থিক পুরস্কার ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে আইসিসি। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি রাখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। 

সে তুলনায় ২০২২ সালের বিশ্বকাপে ছিল মাত্র ৩৫ লাখ ডলার। এমনকি ২০২৩ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপেও প্রাইজমানি ছিল ১ কোটি ডলার অর্থাৎ মেয়েরা এবার পুরুষদের চেয়ে বেশি অর্থের আসরে অংশ নিয়েছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল অংশগ্রহণের জন্য ২ লাখ ৫০ হাজার ডলার পায়। সপ্তম ও অষ্টম স্থান অর্জনকারী দল পায় অতিরিক্ত ৩০ হাজার ডলার, আর গ্রুপপর্বের প্রতিটি জয়ের জন্য নির্ধারিত বোনাস ৩৪ হাজার ৩১৪ ডলার।

এভাবে অংশগ্রহণ ফি, অবস্থান বোনাস ও এক ম্যাচ জয়ের পুরস্কার মিলিয়ে বাংলাদেশের মেয়েরা প্রায় ৭ কোটি টাকা পাচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!