দেশের মাটিতে অনি হাসানের প্রথম একক কন্সার্ট
জুলাই ৬, ২০২৫, ০২:৩৬ পিএম
ভি-শেইপড র্যান্ডি রোডস মডেলের সাদা জ্যাকসন গিটারটা নিয়ে একসময় দাপিয়ে বেরিয়েছেন মঞ্চ। তবে এবারই প্রথমবারের মতো দেশের মাটিতে একক শো নিয়ে আসছেন দেশের অন্যতম সেরা গিটারবাদক ও ইউটিউবার অনি হাসান।
গিটারিস্ট ও ইউটিউবার অনি হাসান। ছবি - সংগৃহীত
বহুদিন পর ঢাকায় ফিরছেন অনি। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ঢাকা, আই’ম কামিং হোম! ১৮ তারিখ...