এক গাছেই সাত হাজার কলা
অক্টোবর ৬, ২০২৪, ০২:২২ পিএম
বিশ্বের সবচেয়ে লম্বা কলার ছড়া বা কাঁদি যার ইংরেজি নাম থাউজেন্ড ফিঙ্গারস ব্যানানা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আবার এই কলার নাম পিসাং সেরিবু; বাংলায় বলা হয় হাজারি কলা। প্রায় ৬ থেকে ১২ ফুট কিংবা এর অধিক লম্বা এই কলার গুচ্ছটি জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন স্থানে। সাধারণত অন্যান্য...