জন্মদিনে আইয়ুব বাচ্চুর ৫ অজানা গল্প
আগস্ট ১৬, ২০২৫, ০৬:২০ পিএম
বাংলাদেশের ব্যান্ডসংগীতের প্রবাদপ্রতীম নায়ক, সুরের সওদাগর, ছয় তারের জাদুকর আইয়ুব বাচ্চু আজও কোটি ভক্তের হৃদয়ে অমর। জীবদ্দশায় অসংখ্য গান, গিটার আর কনসার্টে মাতিয়ে রেখেছেন তিনি। কিন্তু আলোর পেছনে ছিল অসংখ্য অজানা গল্প, ছিল সংগ্রাম, অভিমান আর সাফল্যের মাইলফলক। আজ কিংবদন্তীর জন্মদিনে চলুন জেনে নিই এমনই অজানা পাঁচটি গল্প।
১. ৬০০ টাকা নিয়ে...