চরম পরিবেশেও কার্যকর এক চার্জেই ব্যাটারি চলবে ৫ হাজার বছর!
ডিসেম্বর ১৬, ২০২৪, ০৮:১০ পিএম
যুক্তরাজ্যের আণবিক শক্তি কর্তৃপক্ষ ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী একটি আশ্চর্য আণবিক ব্যাটারি তৈরি করেছেন। এটি এমন এটটা ব্যাটারি যা একবার চার্জ দিলে অন্তত ৫ হাজার বছর কার্যক্ষম থাকবে। বিজ্ঞানীরা এরে নাম দিয়েছেন ‘কার্বন-১৪ ডায়মন্ড ব্যাটারি’।এই ব্যাটারির বড় সুবিধা হলো, এটি পেসমেকার বা শ্রবণযন্ত্রের মতো চিকিৎসাযন্ত্রে ব্যবহার করা যাবে। ফলে...