ইত্যাদিতে মুগ্ধ দর্শক
এপ্রিল ৫, ২০২৫, ০২:১৪ পিএম
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই নব্বই দশক থেকে এখনো জৌলুস ধরে রাখা একটি জনপ্রিয় অনুষ্ঠানের নাম। সেই সময় বিটিভির একাধিক অনুষ্ঠান নিয়ে আলোচনা থাকলেও কালের পরিক্রমায় সব হারিয়ে গেলেও ইত্যাদি এখনো দাঁপিয়ে বেড়াচ্ছে দর্শকদের মনের মণিকোঠায়। তাই ইত্যাদি এখন কয়েক প্রজন্মের অনুষ্ঠান।‘কেউ কেউ অবিরাম চুপি চুপি/চেহারাটা পাল্টে সাজে বহুরূপী’ এই গানটা...