ঈদের নাটকে অশ্রুসিক্ত দর্শকমহল
এপ্রিল ১৭, ২০২৫, ০৫:৩৯ পিএম
এবারের ঈদে টেলিভিশনের পর্দায় এবং ইউটিউবের স্ক্রিনে জমে উঠেছিল নাটকের উৎসব। একের পর এক হৃদয় ছোঁয়া গল্প, প্রাণবন্ত সংলাপ আর মুগ্ধতা ছড়ানো অভিনয়ে মাতিয়ে রেখেছিল দর্শককুলকে। সেই ভিড়ে সবচেয়ে আলোচিত ছিল ‘বড় ভাইয়ের ঈদ নাই’। সামাজিক মাধ্যমে নাটকটি ঘিরে দেখা গেছে প্রশংসার ফুলঝুরি। অনেকে বলেছেন, ‘বহুদিন পর একটি নাটক দেখে...