মাঠেই পচছে বছরে আড়াই হাজার কোটি টাকার ফসল
সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৯:৩৪ এএম
উৎপাদনে একের পর এক রেকর্ড গড়ছে দেশের উত্তরাঞ্চলের কৃষকরা। কিন্তু সেই সাফল্য ম্লান হয়ে যাচ্ছে মৌসুম শেষে- কারণ নেই যথাযথ সংরক্ষণ, নেই আধুনিক বিপণন কাঠামো। আলু, আম, সবজি- প্রতিবছর লাখ লাখ টন ফসল মাঠে পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। কৃষক লোকসানে ভুগলেও মধ্যস্বত্বভোগী ও আড়তদাররা তুলে...